জামালপুরের পাতিলাদহ পরগণা এবং সংলগ্ন অঞ্চল ছিল প্রদ্যোত নারায়ণ ঠাকুরদের জমিদারী। বর্তমান দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এবং ইসলামপুর উপজেলার সবটাই ছিল তাদের জমিদারির অধীনে। প্রদ্যোত নারায়ণ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ আত্মীয়। যমুনার ওপারের শাহজাদপুরে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারী আর পাতিলাদহ পরগণা পড়েছিল প্রদ্যোত নারায়ণদের ভাগে। ১৯১১ সালে ইংরেজরা যখন ঢাকা থেকে বাহাদুরাবাদ অবধি রেলপথ নির্মাণ শুরু করে, তখন দেওয়ানগঞ্জ রেলওয়ে ষ্টেশনটির নাম করা হয় প্রদ্যোত নগর। ১৯৫৯ সাল অবধি এ নামটিই বহাল ছিল।পরিদর্শনকালে নামকরণ হয় দেওয়ানগঞ্জ বাজার । কলকাতা থেকে ঠাকুর বাহাদুররা বজরা নিয়ে এ ঘাটে আসতেন বলে যমুনা নদীর ধারের এই ঘাটটির নাম হয়ে যায় বাহাদুরাবাদ। ১৮ আগস্ট ১৯১২ সনে জামালপুর থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলপথ চালু হয়েছিলো । ময়মনসিংহ ও ঢাকার সাথে বাহাদুরাবাদ ঘাট ও ফূলছড়ি ঘাটের সংযোগে রংপুর বগুড়া গাইবান্ধা দিনাজপুর কুড়িগ্রাম জেলার সাথে একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক গড়ে উঠেছিল । দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে বর্তমানে দুই জোড়া আন্তঃনগর ট্রেন ও একজোড়া মেইল ট্রেন ঢাকা পর্যন্ত চলাচল করে।