মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

জনসভা স্থগিতের দাবিতে বকশীগঞ্জ বিএনপির সংবাদ সম্মেলন

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সচিব ও পুলিশের আইজিপি আব্দুল কাইয়ুমের বকশীগঞ্জের জনসভা স্থগিতের দাবি করেছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি। ৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় খয়ার উদ্দিন মাদরাসা মাঠে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন করে জনসভা স্থগিতের দাবি জানান। উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। সমাপনি বক্তব্য রাখেন সভাপতি মানিক সওদাগর।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে ১৩ অক্টোবর জনসভার ঘোষনা দিয়েছেন পদ বঞ্চিত একদল নেতা কর্মী। নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সচিব ও পুলিশের আইজিপি আব্দুল কাইয়ুম। তারিখ ঘোষনার পর থেকেই জনসভা স্থগিতের দাবি করে আসছে উপজেলা বিএনপি।

অপর দিকে উপজেলা বিএনপির দাবি প্রত্যাখান করে জনসভার সার্বিক প্রস্তুতি শেষ করায় উপজেলা বিএনপি ৯ অক্টোবর সন্ধ্যায় খয়ার উদ্দিন মাদরাসা মাঠে ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তা ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা ও সাধরণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।


সংবাদ সম্মেলনের মূল বক্তা জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির অনুমোদিত বিএনপির বকশীগঞ্জ উপজেলা কমিটি। কিন্তু উপজেলা কমিটিকে বাইপাশ করে আওয়ামী ঘেষা লোকজনের সহায়তায় বিএনপির পদ বঞ্চিত কতিপয় লোকজনের নেতৃত্বে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম যে জনসভার ঘোষনা দিয়েছেন তা দলীয় শৃংখলা ভঙ্গের সামিল। কারণ আব্দুল কাইয়ুম কেন্ত্রীয় কমিটির নেতা এবং বকশীগঞ্জ উপজেলা বিএনপির অনুমোদিত কমিটির ১ নম্বর সদস্য। তিনি দলীয় কার্যক্রম বা দলীয় জনসভা করলে উপজেলা বিএনপিকে বাইপাশ করে করতে পারেননা। তিনি জনসভা বা দলীয় কার্যক্রম অংশ নিতে চাইলে উপজেলা কমিটির নেতৃত্বেই করতে হবে। এর কোন বিকল্প নাই। পদ বঞ্চিত ও দল থেকে বহিস্কৃত লোকজন নিয়ে জনসভা করলে বকশীগঞ্জ উপজেলা বিএনপি তা মেনে নিবেনা। তবে জনসভার বিষয়ে আব্দুল কাইয়ুম বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহায়তা চাইলে উপজেলা বিএনপি তাকে সার্বিক সহায়তা করবে। তিনি বিএনপির ঐক্যের স্বার্থে জনসভা স্থগিতের আহবান জানান। মূল বক্তা প্রিন্স জনসভা স্থগিতের বিষয়ে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতা কর্মী ছাড়াও পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102