সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শনিবার বিকেলে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিরাই শাল্লা আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি দিরাই উপজেলার ৬০ টি ফুটবল টিমের হাতে জার্সি ও ফুটবল তুলে দেন দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সাবেক কমিশনার হাবিবুর রহমান কাচাঁ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক ওবায়দুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শিশির মনির। তিনি বলেন, যুব সমাজ কে মাদক ও নেশা মুক্ত রাখতে বেশি বেশি খেলার আয়োজন প্রয়োজন।
বক্তব্য রাখেন, সরমঙ্গল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংবাদিক একে কুদরত পাশা, জামাত নেতা এমরান হোসাইন, সাবেক ফুটবলার সরকার, খেলোয়াড় এহসান মিয়া সহ আরো অনেকে।
উদ্বোধনে খেলায় মুখামুখি হয় করিমপুর ফুটবল একাদশ বনাম বরামগাওঁ ফুটবল টিমের মধ্যে।