আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নেত্রকোনার ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী।
রোববার (১১ মে) বিকেলে তিনি নিজ জেলা নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে স্থানীয় মারকাজুল সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে গরু ‘জবাই’ দিয়ে এলাকাবাসীর জন্য বিরিয়ানি রান্নার আয়োজন করেন।
তিনি আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দলটির বিচার দাবি করেন। এ সময় তিনি বলেন, দেশের জনগণের মুক্তির জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সময়ের দাবি।
স্থানীয়রা তার এই অন্যরকম আয়োজনকে কেন্দ্র করে জড়ো হন এবং বিরিয়ানি খেয়ে অনুষ্ঠান শেষ করেন।