মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

গীতি কবি আড্ডা

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

বাংলা আধুনিক সংগীতের তিনজন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মান জানালো গীতিকবি সংঘ বাংলাদেশ। শনিবার (১০ মে) বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনটি আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাদের প্রতি এই সম্মান জানানো হয়।

একইসঙ্গে গীতিকবি সংঘ বাংলাদেশের অফিশিয়াল ইউটিউব চ্যানেল উন্মুক্ত করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব নকীব খান, ফোয়াদ নাসের বাবু, আলী সুমন, শওকত আলী ইমন, নাসির আহমেদ, ডা. আরিফ, মিল্টন খন্দকার, শহীদুল্লাহ্ ফরায়জী, আনজীর লিটন, বাপ্পী খান, বাকীউল আলম, এনামুল কবির সুজন, সীরাজুম মুনীরসহ সংঘের সদস্যরা।

এদিন সন্ধ্যা ৬টায় তুষার হাসানের সঞ্চালনায় আয়োজনটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার। তারপর প্রথম পর্বে জয় শাহরিয়ারের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন শহীদ মাহমুদ জঙ্গী। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্বে যথাক্রমে সাকী আহমদ ও অধরা জাহানের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদ।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102