এম. শাহীন আল আমীন, জামালপুরের বকশীগঞ্জে নূর ডায়াগনস্টিক সেন্টারের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ডায়াগনস্টিক সেন্টার ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে ডায়াগনস্টিক সেন্টার ভবনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। সভায় বক্তারা চিকিৎসার সেবার মান উন্নয়নের দাবি জানান। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার রেজাউল করিম, জামায়াতের কেন্দ্রীয় নেতা ও জামালপুর-১ আসনে ঘোষিত দলীয় প্রাথী এডভোকেট নাজমুল হক সাইদী, বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, জামায়াতের উপজেলা সেক্রেটারি আদেল ইবনে আওয়াল, আমীর শফিক উল্লাহ ও এনসিপির আহবায়ক মোসাদ্দেকুর রহমান মানিক। অনুষ্ঠানের শেষ পর্বে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
