এম.শাহীন আল আমীন ॥
জামালপুরের বকশীগঞ্জে মাদক উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলার ১২ ঘন্টা পর থানায় মামলা হয়েছে। মামলায় ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করেছে পুলিশ। পৃথক ২টি মামলায় নামীয় আসামী ৩৬ জন। অজ্ঞাত নামা আসামী ২০ থেকে ২৫ জন।
জানা যায়, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নিদের্শে পৌর শহরের সওদাগর পাড়ায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে সওদাগরপাড়ার সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়াকে ১০০পিচ ইয়াবাসহ আটক করে। লিটন মিয়াকে আটকের পর বিভিন্ন দেশীয় অস্্রপাতি ও বাশের লাঠি নিয়ে পুলিশের উপর হামলা করে লিটন মিয়ার পরিবার ও সহযোগিরা। এক পর্যায়ে হামলাকারীরা মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং উপস্থিত পুলিশ সদস্যদের জিম্মি করে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের উদ্ধার ও মাদক ব্যবসায়ী পটল মিয়ার ছেলে রিপন মিয়া(২০), সুরুজ কসাইয়ের স্ত্রী ফিরোজা বেগম(৫৫), লিটন মিয়ার ছেলে সিয়াম মিয়া(২২) ও শামীম মিয়া(৩০)নামে ৪জনকে গ্রেফতার করে। পরবর্তীতে ছিনিয়ে নেওয়া লিটন মিয়াকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। হামলায় বকশীগঞ্জ থানা পুলিশের এসআই রাসেল আহমেদ ও কনেস্টবল আমিরুল ইসলাম আহত হয়। আহত পুলিশ সদস্যরা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, মাদক উদ্ধার ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক ২টি মামলা হয়েছে। মামলার মোট নামীয় আসামী ৩৬ জন। গ্রেফতার ৫জন। অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।